বাংলাদেশের প্রতি ভারতের বিদ্বেষ সম্পর্কে সিসিএন’র পরিচালক ফাহমিদা হক তার ফেসবুকে লিখেছেন; তারা যখন পিঁয়াজ দিবে না বললো, এদেশের কৃষক পিঁয়াজের বাম্পার ফলন করে দেখিয়ে দিলো। তারা যখন গরু দিতে বাহানা শুরু করলো, এদেশে বিভিন্নরকমের ফার্মে নানান জাতের গরুর উৎপাদন পশু পালনের মাধ্যেমে নিজেদের চাহিদার অনেকাংশেই পূরণে সক্ষম হতে শুরু করেছ!
তারা এখন ভিসা দেয়া বন্ধ করলো , এদেশের চিকিৎসকদের উপর মানুষের আস্হা বাড়ছে !, হয়তো একদিন তাদের দেশের মতো চিকিৎসা ব্যবস্হা এবং হাসপাতাল এদেশেও তৈরি হবে!
অতএব এটা বলাই যায়, তারা যেখানে যেখানে আঘাত করবে সেখানেই ফুল ফসলে ভরে উঠবে! এইসব আঘাত আমাদের জন্যে ভালো ! মেরুদন্ড শক্ত করতে সোজা হয়ে দাঁড়ানোর জন্যে এই সব দরকার ছিলো! এখন আমাদের কেবল ধৈর্য সহকারে নিজেদের কাজগুলো ঠিকঠাক ভাবে করতে হবে। ঘর ঠিক তো দুনিয়া ঠিক।