অনেক কিছু দেখার পর বুঝেছি তুমি আপন
তাই আর দেরী নয় প্রস্তুত রেখেছি কাফন ।
এ জীবন যৌবন সব মিথ্যে, ফালতু, অসার
কবর তুমিই একমাত্র আপন হয়েছ আমার।
পৃথিবীতে যা কিছু সব স্বার্থপর নিতান্তই মেকি
নিজের বলে কিছুই নেই চারিদিকে যা দেখি।
ওহে কবর তোমার খবর একটু নিতে চাই
শুন্য হস্তে আসতে হবে সঞ্চয় কিছু নাই।
তোমার কোলে রইব পড়ে কতনা যুগ ধরে
একটুখানি সদয় হইও নিও আপন করে।
তোমার বুকে আলো নেই নেই তো বাতাস
চন্দ্র নেই, গ্রহ নেই, নেই সুউচ্চ আকাশ।
দিতে হবে না আমার জন্য কোন আরাম-আয়েশ
একটুখানি ঘুমুতে দিও এটুকুই খায়েশ।
কতোজনকে দাও আরাম আরও কতো কি
আঁধার কবরে রেখে দিও শুধু একটি জোনাকি।
ঘুটঘুটে আঁধারে থাকতে হবে চারিদিকে কালো
জোনাকি টা তখন দয়া করে জ্বালবে একফোঁটা আলো।
ওহে কবর বরিও আমায় আমি বড়ই একা
সাথী তুমি আশ্রয় তুমি বাঁশ মাটিতে ঢাকা।
তবুতো আমি মুক্ত হবো দুনিয়ার ধোঁকা থেকে
কেউ আর হবেনা বিরক্ত বসবেনা কভু বেঁকে ।