সরকারিভাবে কৃষি বাঁধ নিয়ে কাঠালিয়ার জোরখালীতে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধ এখন হামলা-মামলা দিকে গড়াচ্ছে। কৃষি উন্নয়নের জন্য যে বাঁধের কাজে গ্রামবাসি সকলের এগিয়ে আসা উচিত সেখানে তারা রাস্তার উপর দিয়ে সামান্তরাল এগিয়ে নিতেও ঐক্যমতে পৌঁছতে পারেনি বরং তাদের উভয় পক্ষের বিরোধিতা আদালতের দিকে হাঁটছে।
গত ৫ মার্চ লিটন জমাদ্দার, মারুফ জমাদ্দার, বাদল ও বিউটি মিলে একই গ্রামনিবাসী শহীদুল ইসলামের সাথে প্রথমে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে সেটি হামলায় রূপ নিলে স্থানীয়দের মধ্যে রাশিদা আক্তার, খলিল জমাদ্দার ও মাহফুজা আক্তার এগিয়ে আসেন। সেখানে এখন কৃষি বাঁধের জন্য ব্যবহৃত ভেকু পরিচালনা করাও ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।