ভারতের হারে পাকিস্তান সমর্থকেরা খুশি আর পাকিস্তানের হারে ভারত সমর্থকেরা—উপমহাদেশীয় ক্রিকেট বাস্তবতার এই চিত্র এবারের বিশ্বকাপে অন্য মাত্রা পেয়েছে। রোহিত শর্মা ও বাবর আজমদের হার বা ব্যর্থতায় শুধু খুশিই নয়, চরম মাত্রার উল্লাস-উচ্ছ্বাস আর উদ্যাপনে মাততে দেখা গেছে অপর দলের সমর্থকদের। –প্রথমআলো
আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল–আর্জেন্টিনার উত্তাপের ম্যাচটির পর থেকেই আলোচনায় রদ্রিগো। লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ানোয় অনেকের কড়া সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। এমনকি পড়তে হয়েছে বর্ণবাদী আক্রমণের মুখেও। কিন্তু সব জবাব যেন মাঠে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রদ্রিগো। –প্রথমআলো
বিশ্বকাপ জয়ের পর যত দিন গড়াচ্ছে, ততই যেন এর রূপ-রস ধরা পড়ছে প্যাট কামিন্সের কাছে। দুই হারে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া টানা আট ম্যাচ জিতে উঠেছিল ফাইনালে। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় কামিন্সের দল। –প্রথমআলো