৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির আয়োজনে দেশব্যাপী জেলাভিত্তিক ওয়াক্ফ সম্পত্তির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান-এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের প্রধান জনাব ড. মোঃ জাফর উদ্দীন, সৌদি দূতাবাসের প্রোটোকল ইউনিট ও ইসলামিক এ্যাফেয়ার্সের প্রধান মুহতারম সাদ আল সূআব হাফিজাহুল্লাহ ও বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের ভারপ্রাপ্ত প্রশাসক জনাব মোঃ গিয়াস উদ্দিন উপ-সচিব। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল জনাব এসএম নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও লেখক কায়কোবাদ মিলন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, ইন্টারন্যাশনাল চ্যারিটি কনসালট্যান্ট জনাব মোঃ নাজমুল আলম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আবুল কাশেম ও আদিভ ল্যান্ড মার্কের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মামুন আহমেদ।
জাতীয় অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে দেশের মেগা প্রকল্পগুলো যেমন বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে তেমনি দেশের প্রতিটি জেলায় বিপুল পরিমাণ ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান-এমপি। ওয়াক্ফ বিষয়ে তিনি নানাদিক তুলে ধরে এনএনসি কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক ওয়াক্ফ সম্পত্তির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির ভাষণের পূর্বে তিনি মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিদের নিয়ে সংগ্রহ বার্তার বিশেষ সংখ্যার উন্মোচন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। হাতে হাতে সংগ্রহ বার্তা পৌঁছে যায় সকলের কাছে। যাতে অনুষ্ঠানে যোগদানকারিদের নজরে আসে দেশের ওয়াক্ফ সম্পর্কিত যতসব সংবাদ সংগ্রহ।
সরকার কর্তৃক ২/৩ বছরের জন্য নিয়োজিত বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ওয়াক্ফ বিষয়ে নানা ধরনের সমস্যার সুরাহা করতে পারেননি বলে মন্তব্য করেন সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। না পারার কারণগুলোও ব্যাখা করে তিনি।
মঞ্চে উঠে বক্তব্য না দিলেও অনুষ্ঠানের সভাপতির সাথে আলাপ চারিতায় সৌদি দূতাবাসের প্রোটোকল ইউনিট ও ইসলামিক এ্যাফেয়ার্সের প্রধান মুহতারম সাদ আল সূআব হাফিজুহুল্লাহ জানান যে, বিধি মোতাবেক দরখাস্ত পেশ করলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
ওয়াক্ফ সম্পত্তির নানা অসঙ্গতির বিষয় আলোচনান্তে এনএনসির কার্যক্রমে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক জনাব মোঃ গিয়াস উদ্দিন সহযোগিতার আশ্বাস দেন।
সকল সংবাদ মাধ্যম থেকে দেশের যতসব অসঙ্গতির তথ্য সংগ্রহই করেননা বরং জাতীয় সমস্যার সমাধানের উপায় অনুসন্ধান করে যেই সংস্থা তার নাম জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি। সরকারের সহযোগিতা পেলে এনএনসি জাতীয় কল্যাণে বিশেষ ভূমিকা পালন করতে পারবে বলে মন্তব্য করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এসএম নজরুল ইসলাম।
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ বলেন- আমার স্নেহধন্য মাসুম বিল্লাহ জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি প্রতিষ্ঠার মাধ্যমে কেবল দেশের ওয়াক্ফ সম্পত্তির তথ্য সংগ্রহ করতে যাচ্ছেন না বরং দেশের সকল সংবাদ মাধ্যমের সমন্বয়ে সংবাদের একটি জাদুঘর প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বলে আমি তার অনুরোধে সুদূর সুনামগঞ্জ থেকে সোজা অনুষ্ঠানে চলে এসেছি।
সংবাদ জাদুঘর প্রতিষ্ঠা করা কতটা জরুরি সে বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট লেখক ও সিনিয়র সাংবাদিক জনাব কায়কোবাদ মিলন।
বিগত সালের এনএনসির বিভিন্ন কার্ক্রমের বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগ্রহ বার্তার সহ সম্পাদক সারমিন আক্তার ময়না। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ হুমায়ূন কবির ভূইয়া, ইলিয়াস সিকদার ফরহাদ ও চন্দ্রানী চন্দ্রা। অনুষ্ঠানের সভাপতি এনএনসির প্রতিষ্ঠাতা ও সংগ্রহ বার্তার সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহ তার সংক্ষিপ্ত ভাষণে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীসহ আগত সকল অতিথিদের যেমন শুভেচ্ছার সাথে কৃতজ্ঞতা জানিয়েছেন ঠিক তেমনি সৌদি রাষ্ট্রদূতের পক্ষ থেকে আগত বিশেষ অতিথির প্রতি আরবিতে কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।