আগুন থেকে সাবধানতার পাশিপাশি শিশুদের খেলতে যাওয়ার আগে আরো যে ৭টি বিষয়ে সতর্ক থাকতে হবে।
১) ধারালো দেশিয় অস্ত্র নিয়ে খেলার ঝুঁকিঃ বগুড়ার ধুনট উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর ছেলে তাওহীদ সরকারকে (৫) ঘরের ভেতর বঁটি দিয়ে জবাই করে হত্যা করেছে তার বড় ভাই সজিব সরকার (৭)। ধারালো অস্ত্র দিয়ে ‘জবাই জবাই’ খেলতে গিয়ে সে বঁটি দিয়ে ছোট ভাইকে গলা কেটে হত্যা করে। এসময় ওই বাড়িতে দুই ভাই ছাড়া অন্য কেউ ছিলেন না। –জাগোনিউজ
২) রশি দিয়ে খেলার ঝুঁকিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে স্বাধীন (১১) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। –বাংলাদেশপ্রতিদিন
৩) প্রখর রোদে খেলার ঝুঁকিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রচন্ড গরমে ফুটবল খেলার মাঠে মারা যাওয়া রিয়া আক্তারের মা-বাবা মেয়ের শোকে পাগল প্রায়। একমাত্র শিশু সন্তানকে হারিয়ে শোকে কাতর এই দম্পতি। স্বজন ও প্রতিবেশীদের সান্ত্বনাও তাঁদের বিলাপ থামাতে পারছে না। –জনকন্ঠ
৪) বৃষ্টির মধ্যে খেলার ঝুঁকিঃ নাটোরের বাগাতিপাড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে বোরহান কবির সপথ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। –দেশরূপান্তর
৫) পানির কাছে গিয়ে খেলার ঝুঁকিঃ ময়মনসিংহের গৌরীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এ ঘটনা ঘটে। –যুগান্তর
৬) ফুটবল খেলায় বুকে বল লাগার ঝুঁকিঃ ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে এক কিশোর অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেছে। আজ শনিবার সকালে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে এ ঘটনা ঘটে। –আজকেরপত্রিকা
৭) ফুটবল খেলার আরো ১টি ঝুঁকিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফুটবল খেলতে গিয়ে ঘাড় মটকে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। –আরটিভি