জামালপুরের প্রথম আলো খ্যাত দৈনিক পল্লীকন্ঠের সম্পাদক নুরুল ইসলাম জঙ্গি অসুস্থ হয়ে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রায় তিন যুগ যাবৎ জামালপুরে অত্যন্ত সততা, দক্ষতা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে সাংবাদিকতা ও সম্পাদনা করে আসছেন। সংবাদ নিয়ে তিনি কারো সাথে আপোষ করেননি। পৈত্রিক সম্পত্তির মায়া ত্যাগ করেও পত্রিকাটি নিয়মিত প্রকাশ করেছেন। সমাজের বঞ্চিতদের কথা তুলে ধরার দায়িত্ব পালন করে নিজেই আজ সুচিকিৎসা বঞ্চিত হচ্ছেন।
সকল সাংবাদিকদের প্রতি জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির আহবান- কোনভাবে তুচ্ছ তাচ্ছিল্য হয়না যেন দেশের কোনো সম্পাদকদের প্রতি। সে ব্যপারে সাংবাদিকদের আরো সংবেদনশীল হতে হবে। স্বাধীন বাংলার মুক্ত সাংবাদিকতার মধ্যদিয়ে মানবাধিকার প্রতিষ্ঠিত।
সাংবাদিকদের লেখনী বন্ধ হলে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হবে। সমাজে ন্যায় বিচারের আশা অপূরণীয়ই থেকে যাবে। অন্যায় অবিচার খুন ধর্ষণসহ নানান পাপাচারে পীর আওলিয়ার পূণ্যভূমি ফের অন্ধকার যুগে ফিরে যাওয়ার আশঙ্কা ঘনিভূত হবে।
দেশের ছোটবড় জাতীয় আর আঞ্চলিক সব সংবাদ মাধ্যম বেঁচে থাকুক; বেঁচে থাক সকল সম্মানীত সম্পাদক মহোদয়গণ সুস্থতার সাথে দীর্ঘায়ূ নিয়ে। সেই প্রত্যাশায় মফস্বল আর মহানগরের সব সাংবাদিকদের প্রতি আহবান- কারো হাতের দিকে না তাকিয়ে যার যা কিছু আছে; তাই নিয়ে সাংবাদিকতার মান অক্ষুন্ন রাখায় সচেষ্ট হোন। সদয় হোন সম্পাদকদের প্রতি।
তথ্য সূত্র- দৈনিক সবুজ বাংলাদেশ