মাদারীপুর সদর উপজেলায় ‘তুমি’ বলে ডাকায় কোরআনের হাফেজসহ আটজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় খলিল সরদার ও তার লোকজনের বিরুদ্ধে। বিস্তারিত ঢাকাপোস্টে
বিশ্বে বেশি প্রচলিত ভাষাগুলোর মধ্যে অন্যতম ইংলিশ। ইংলিশে “ইউ” শব্দ দিয়ে আপন পর আর ছোট বড় সবাইকে সম্বোধন করা হয়। এতে কোনো দেশের কারোই ইগোতে লাগেনা।
মহাগ্রন্থ আল-কোরআনের ভাষা আরবিতে “আন্তা” শব্দ দ্বারা সবাইকে সম্বোধন করা হয়। মা-বাবা এমনকি আল্লাহর শানেও “আন্তা রব্বি, আন্তা খলাক্বতানি” অর্থ- তুমি আমার রব; তুমি আমাকে সৃষ্টি করেছ। -আল কোরআন।
রমাদ্বনকে রমজান আর অদুকে অজু উচ্চারণ শিখিয়ে দিয়েই ক্ষান্ত হননি; নামাজের মধ্যেও যারা দ্বল্লিন আর জল্লিনের খটকা ঢুকিয়ে দিয়ে ইমামদের ১২টা বাজিয়েছেন। জাতীয় ভাষায় পরিবর্তন আনায় মরিয়া হয়ে উঠেছিলেন যারা; তারাই এদেশের প্রতিটি পরিবারে চিরদ্বন্দ লাগিয়ে গেছেন “তুমি” শব্দের জায়গায় “আপনি” ব্যবহারে। অফিসের বসকে মুখ ফসকে “তুমি” বলে ফেললেই চাকরি শেষ। “আপনি” বলায় সম্মানবোধ আর “তুমি”তে অপমানবোধ জাগিয়ে দিয়ে গৃহকোনের লড়াই এখন সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ছে। আজকের ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদ তারই বাস্তবতার অন্যন্য উদাহরণ।