১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল তার সহকারির সাথে তারের সাহায্যে দূরে থেকে প্রথম কথা বলেন। সেই থেকে মায়ার বাঁধন বিচ্ছিন্ন করে আর মানুষ দূরে যেতে রাজি হয়নি। টেলিফোন হয়ে গেলো মানুষের সেরা সঙ্গী। তারপর শুরু হয় তারযুক্ত টেলিফোনের বিড়ম্বনা থেকে মুক্তির প্রচেষ্টা। সেই চেষ্টার সফলতা পেতে প্রায় একশ বছর সময় লেগে যায়। ১৯৭৩ সালে আমেরিকার নিউইয়র্ক শহরে প্রথম তারবিহীন মোবাইল ফোনে কথা বলেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার।
তার বিহীন মোবাইলের পূর্বে যেমন তারযুক্ত টেলিফোনের আবিস্কার; তেমনি মাটির সাথে সংযুক্তি ছাড়া প্রাণীদের পূর্বে উদ্ভিদ ও বৃক্ষরাজির সৃষ্টি এই পৃথিবীতে। বৃক্ষের ন্যায় তোমাকেও নির্দিষ্ট একটু ভূখন্ডে শক্ত করে বেঁধে একটি জীবন দিতে পারতেন যেই সৃষ্টিকর্তা; তাকে ভুলে যেওনা হে মানুষ…