রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বিশিষ্ট সাংবাদিকদের সম্মানে আয়োজিত নৈশভোজে স্মৃতিচারণা করতে গিয়ে সাংবাদিকদের অনেক সহযোগিতা পেয়েছেন বলে রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রপ্রধান বলেন, ‘সারা জীবন সততার সঙ্গে রাজনীতি করেছি। ৬৪ বছরের রাজনৈতিক জীবনে সাংবাদিকদের কাছ থেকে আমার জন্য নেগেটিভ কিছু পাইনি। সংবাদকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।’ বিস্তারিত প্রথমআলোয়
এনএনসির প্রশ্ন রাষ্ট্রপতি দেশের সাংবাদিকদের কি দিয়ে গেলেন? ৫১ বছরের স্বাধীন সোনার বাংলার প্রতিটি স্তরে উন্নয়নের ছোয়া লাগলেও দেশের সাংবাদিকতায় কিছু আশ্বাস বাণী ছাড়া তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়না। তার দাওয়াত কার্ডপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিকদের জীবনে অনেক কিছু পেলেও দেশের মফস্বল সাংবাদিক তথা সাধারণ সাংবাদিক সমাজ তার আমলেই বেশি নিগৃহীত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির প্রেসিডেন্ট আলহাজ্ব মাসুম বিল্লাহ।
এনএনসির প্রেসিডেন্ট বলেন, একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কলম সৈনিকদের লেখায় যেমন ব্যাঘাত ঘটিয়েছে তেমনি কাগজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে খবর কাগজের কবর রচিত হয়েছে। মুমূর্ষাবস্থায় পড়ে থাকা সংবাদপত্রকে টিকিয়ে রাখার কোনো পদক্ষেপ নেননি সাংবাদিক বান্ধব রাষ্ট্রপতি। রুগ্নশিল্পকে বাঁচিয়ে রাখতে ব্যাংকলোনের ব্যবস্থায় বারবার বিবেচনা করা হলেও দেশের সংবাদপত্রকে টিকিয়ে রাখার কোনো প্রয়োজন মনে করেন না কেউ।
হলুদ সাংবাদিকতা/ অপ-সাংবাদিকতার অবসান ঘটিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মর্যাদা প্রতিষ্ঠায় একজন মহামান্য রাষ্ট্রপতি অনেক কিছু করতে পারেন বলে সাংবাদিকদের বিশ্বাস। পরিতাপের বিষয় অদ্যাবধি প্রকৃত সাংবাদিকদের তালিকাটি পর্যন্ত প্রস্তুত করা যায়নি। ৬৪ জেলার কলম সৈনিকদের জীবন মানোন্নয়নের আশ্বাসে দেশে অগণিত সাংবাদিক সংগঠন হলেও সাংবাদিকদের ছেলে-মেয়েরা বঞ্চিত হয় ভালো স্কুল-কলেজে ভর্তিতে। দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে তাদের চেহারার চিন্তার রেখায় রেখায় জমেছে কালি। সঞ্চয়শূন্য জীবনে সাংবাদিকদের ওপর নিপীড়নের খবর এখনো বন্ধ হয়নি প্রতিদিনের সংবাদ মাধ্যমে।
পিআইডি পরিচালিত সাংবাদিক কল্যাণ ফান্ডের কল্যাণ কখনো সাধারণ সাংবাদিকদের সহায়তায় আসবেনা বলেও অনেকের ধারণা। হয় বড় মিডিয়া হাউজের বরকতে আর না হয় তোষামোদি তরিকায় সরকারের দয়ার দুয়ার খোলে। তাই মফস্বল তথা সাধারণ সাংবাদিকরা মৃত্যু শয্যায়ও পায়না উন্নত কোনো চিকিৎসা; পায়না একটু নিবিড় পরিচর্যা।