চারদিকে এত কথা, এত শব্দ, এত কোলাহল! কী ঘরে, কী বাইরে—সবখানে হইচই-হট্টগোল। বাসে, ট্রেনে, স্কুলে, রেস্তোরাঁয়, অফিসে, আড্ডায়, খেলার মাঠে, বাজার-হাটে—কোথাও নেই এতটুকু নীরবতা। অথচ শরীর ও মন উভয়ের জন্য নির্জনতা-নৈঃশব্দ্য যে কত জরুরি, তা তো আমরা সবাই জানি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘নির্জনতা আত্মার উন্নতির একটি প্রধান উপায়।’ ঠিকই তো, আত্মার উন্নতি, আত্মশুদ্ধি, সাধনা, প্রার্থনা কিংবা ধ্যান বা গবেষণা—সব ক্ষেত্রেই অখণ্ড নীরবতা অনিবার্য। বিস্তারিত প্রথমআলোয়
সেদিনের সেই নৃশংসতার চিহ্ন পিলখানার কোথাও আজ নেই। তবে স্বজনহারাদের হূদয়ের ক্ষত শুকায়নি আজও। ১৪ বছর আগে আজকের এই দিনে (২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি) বিদ্রোহী জওয়ানরা তাণ্ডব চালায় পিলখানায়। তাদের হামলায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। জিম্মি করা হয় সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের। বিস্তারিত নয়াশতাব্দীতে