তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এত বেশি পত্রিকা হওয়ার কারণে অনেক পত্রিকায় দেখা যায়, যিনি সম্পাদক, তিনিই প্রকাশক, তিনিই বিজ্ঞাপন সংগ্রহকারী, তিনিই হকার। যেদিন বিজ্ঞাপন পায় সেদিন ছাপায়। সেসব পত্রিকা চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যে ১০০ পত্রিকার নিবন্ধন (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। আরও এক শর বেশি চিহ্নিত করা হয়েছে, সেগুলোর ব্যাপারেও কাজ চলছে। বিস্তারিত প্রথমআলোয়