ভূমিকম্প নিয়ে কমবেশি আতঙ্ক সবার মধ্যেই আছে। ছবির মতো সুন্দর তুরস্কে ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে বাংলাদেশেও অনেকে আতঙ্কে ভুগতে পারেন। এতটুকু নিশ্চিত করে বলা যায়, ওই ভূমিকম্পের প্রভাব আর যা–ই হোক, বাংলাদেশে পড়বে না। তুরস্কের আনাতোলিয়ায় যে ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট রয়েছে, সেখান থেকে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। প্রায় দেড় হাজার কিলোমিটার দীর্ঘ ওই ফল্ট বেশ সক্রিয়। সেখান থেকে এ ধরনের শক্তিশালী ভূমিকম্প সৃষ্টির সম্ভাবনা বিজ্ঞানী ও গবেষকেরা আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। বিস্তারিত প্রথমআলোয়
রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে পরিপাটি একটি বহুতল ভবন। নিচতলায় কয়েকটি দোকান। ওপরের তলাগুলোয় মানুষের বসবাস। হঠাৎ কী যেন হলো। চোখের পলকে ধসে পড়ল পুরো ভবনটি। নিমেষেই সব শেষ। সাজানো–গোছানো এলাকাটি ইট, পাথর, রড আর ধুলাবালুতে একাকার হয়ে গেল। চারপাশে মানুষের আর্তনাদ–আহাজারি। বিস্তারিত প্রথমআলোয়