একটি উন্নত দেশে একটি উন্নত ও কার্যকরি আমলাতন্ত্র নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত স্বনামধন্য ৭টি সংবাদ মাধ্যমের তথ্য সংগ্রহ বার্তায়-
সরকারি কর্মকর্তাদের ‘খবরদারিতে’ জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম। তাঁর মতে, এখন জনপ্রতিনিধিরা নন, প্রকৃত ক্ষমতার মালিক তাঁরাই (সরকারি কর্মকর্তারা)। বিস্তারিত প্রথমআলোয়
তোফায়েল আহমেদ, কাজী ফিরোজ রশীদের কথার সত্যতা আছে নিঃসন্দেহে। দেশ ক্রমশ আমলানির্ভর হয়ে যাচ্ছে। রাজনীতিবিদরা গুরুত্ব হারাচ্ছেন। অথচ গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের রাজনীতি পরিচালনা করার কথা রাজনীতিবিদদের। আমলাদের কাজ রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করা। কিন্তু আমাদের দেশে রাজনীতির লাটাই ক্রমেই আমলাদের হাতে চলে যাচ্ছে। বিস্তারিত বিডিনিউজ24এ
আমলারাই এখন সরকার চালাচ্ছে। প্রধানমন্ত্রী নামমাত্র দায়িত্বে। এখনই সতর্ক না হলে আমলারা সরকারকে ডোবাবে বলে অভিযোগ করেছে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। বিস্তারিত বাংলানিউজে
‘সত্যিকার অর্থে আওয়ামী লীগ কিন্তু দেশ চালায় না। দেশ চালায় আমলারা।’ বিস্তারিত সারাবাংলায়
সরকারের আমলানির্ভরতা নিয়ে হঠাৎ জাতীয় সংসদে শোরগোল উঠেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের পার্টনার জাতীয় পার্টির সিনিয়র সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দেশে এখন কোনো রাজনীতি নেই। দেশ চালাচ্ছেন আমলারা। আমলারা দেশে দুর্নীতি করে কানাডার বেগমপাড়ায় বাড়ি করছেন। রাজনীতিবিদরা এখন তৃতীয় সারিতে। আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির অন্যতম শীর্ষ নেতা কাজী ফিরোজ রশীদ ও রুস্তম আলী ফরাজী বেশ ঝাঁজাল কণ্ঠেই সরকারের আমলা তোষণের সমালোচনা করেছেন। এ সময় সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। বিস্তারিত যুগান্তরে
আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতোই তপন বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন ‘আমলাগাছি’ নামের একটি বই। তাতে প্রকাশ পেয়েছে প্রশাসনের অন্দরমহলের বহু আখ্যান। যদিও আপাতদৃষ্টিতে একজন আমলাকে বাইরে থেকে মনে হয় সুখী রাজপুত্রের মতাে। একদিকে তার উপর অর্পিত সরকারি ক্ষমতা, অন্যদিকে স্বচ্ছল জীবন। আবার জনপ্রতিনিধি থেকে বাইরের মানুষজন, সবারই ধারণা আমলাদের অনড় অবস্থানের কারণেই থমকে থাকে সরকারি কাজ। তাদের এক কলমের খোঁচায় নড়ে যেতে পারে বহুদিনের জগদ্দল পাথর, অথচ কলম উদ্যতই থাকে। জবরদস্ত লাল ফিতের ফাঁসে বাইরের মানুষের হাঁসফাঁস অবস্থা। এমনটাই আমলাতন্ত্র সম্পর্কে সর্বসাধারণের মনোভাব। বিস্তারিত বার্তা24এ