রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকার নিজ বাসা থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শবনম শারমিন দ্য রিপোর্টে কাজ করতেন। তার স্বামী এশিয়ান টিভির সাংবাদিক সাইদুল ইসলাম। –বাংলট্রিবিউন
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল বলেন, হাতিরঝিল থানাধীন এলাকার একটি ভবন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত নারীর নাম পরিচয় জানা যায়নি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। –ঢাকাপোস্ট
হাতিরঝিল থানার একজন কর্মকর্তা বলেন, কয়েক দিন ধরে ওই নারীর সঙ্গে তাঁর পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিলেন না। তাঁর স্বামী সাইদুলের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করতে পারেনি তাঁরা। আজ সন্ধ্যার পর স্বজনেরা বাসায় এসে সেটি বন্ধ পান। খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে। –প্রথমআলো