ইত্তেফাক ৭০ বছরে পা রাখল। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা। শুধু সংবাদপত্রই নয়, বাংলাদেশের জন্মের ইতিহাসের পথেও ইত্তেফাকের এই পথচলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ইতিহাসবিদরা বলে এসেছেন। কেননা, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের রাজনৈতিক গতিপ্রকৃতি ও বাঁক বদলে ইত্তেফাক অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থেকে দিকনির্দেশনা দিয়েছে। সেই দিকনির্দেশনা ছিল রাজনীতিকদের প্রতি, জনগণের প্রতি। সেই নির্দেশনায় ছিল গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লক্ষ্য অর্জনের রূপরেখা। সেই নির্দেশনাকে অবলম্বন করেই বাংলাদেশের মানুষ, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ সম্মিলিতভাবে আন্দোলন গড়ে তুলেছে। বিস্তারিত ইত্তেফাকে
বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ২৫ ডিসেম্বর গৌরবোজ্জ্বল ৫৮ বছর পেরিয়ে ৫৯ বছরে পদার্পণ করছে জাতীয় এ গণমাধ্যমটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিটিভি পরিবারের সদস্যরা বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করবেন। বিটিভি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে অংশগ্রহণ করবেন বিটিভির শিল্পী ও কলাকুশলীসহ বিশিষ্টজনেরা। এছাড়াও ২৫ ডিসেম্বর দিনভর বিটিভির পর্দায় থাকবে নানান পরিবেশনা। বিস্তারিত আরটিভিতে