বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকা আবারও বিশ্ব দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। বুধবার সকাল ১০টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৩৮২। –অর্থসংবাদ
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। –আমাদেরসময়
দুপুর ১২টার দিকে তালিকায় শীর্ষে উঠে যায় ইরাকের বাগদাদ। ওই সময় বাগদাদের স্কোর ছিল ২৭১। ঢাকা তখন ২০০ স্কোর নিয়ে ছিল পঞ্চম স্থানে। এছাড়া সে সময় ২২৪ স্কোর নিয়ে ভারতের দিল্লি ছিল দ্বিতীয় স্থানে। আর ২১৮ স্কোর নিয়ে দেশটির কলকাতা ছিল তৃতীয় স্থানে। সে সময় পাকিস্তানের করাচি ২০৫ স্কোর নিয়ে ছিল চতুর্থ স্থানে। –বাংলাদেশপ্রতিদিন