একটি জনপদ শহর না গ্রাম, তার মূল পার্থক্যই সেই জনপদে জনসংখ্যার আকার ও ঘনত্ব। ছোট, মাঝারি ও বড় শহর থেকে শুরু করে মেট্রো সিটি ও মেগা সিটির ক্ষেত্রেও পার্থক্য গড়ে দেয় এই দুই বিষয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরের আকার বড় হয়, পেশার বৈচিত্র্য আসে, অর্থনৈতিক সক্ষমতা বাড়ে, পুঁজির সন্নিবেশ হতে থাকে, চক্রাকারে যা শহরকে আরও বড় হতে সাহায্য করে। বিস্তারিত প্রথমআলোয়