তীব্র খাদ্য সংকট ধেয়ে আসছে আগামী বছর। বাংলাদেশও এ ঝুঁকির বাইরে নয়। এমন পূর্বাভাস বিশেষজ্ঞদের। একদিকে মূল্যস্ফীতির চাপে পিষ্ট জীবন, অন্যদিকে বিদ্যুৎ সংকট যাপিত জীবনকে বড্ড একপেশে করে তুলেছে। সবচেয়ে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। তিন বেলার খাবার জোগাড় করতেই তাদের প্রাণ ওষ্ঠাগত। এর ওপর জীবন ধারণের জন্য অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় নির্দিষ্ট আয়ে আর যেন কুলোচ্ছে না। সবখানেই নীরব এক হাহাকার। কিছুদিন ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান সংবাদ হচ্ছে অর্থনৈতিক সংকটের খবর। বিস্তারিত বণিকবার্তায়
ইউরোপ ও আমেরিকা সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমের সাথে কথা বলার সময় ২০২৩ সালে বিশ্বে খাদ্য সংকট প্রকট হবে বলে আশঙ্কা প্রকাশ করেন। ইতিমধ্যেই জাতিসংঘের খাদ্য সংস্থা, কৃষি সংস্থাসহ অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানও অনুরূপ আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, বৈশ্বিক আর্থিক সংকটের অজুহাতে দেশে খাদ্যপণ্যের দাম অনেক দিন ধরে ক্রমাগতভাবেই বেড়েই চলছিল। বিস্তারিত ঢাকাপোস্টে
এফএও’র মহাপরিচালক কিউ দোংয়ু গত বছর ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্যে বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বব্যাপী মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ ও সাসটেইনেবল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। জাতিসংঘসহ আইএমএফও অনুরূপ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিস্তারিত জনকন্ঠে