স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পরেও দেশের বিরাজমান রাজনৈতিক দ্বন্দ জাতিকে ভাবিয়ে তুলছে।
৯ মাসের আগেই যদি গর্ভপাত হয়; সেই শিশু হয় অপরিপক্ক। এনআইসিইউতে বিশেষ পরিচর্যায় তাকে বাঁচাতে হয়। পরবর্তি জীবনে বড় হলেও তার পিছু ছাড়েনা নানা জাতীয় রোগজীবানু।
শিশুতুল্য সোনার বাংলা মাত্র ৯ মাসে স্বাধীন হওয়ায় রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিপূর্ণতা লাভ করতে পারেনি। শত্রুপক্ষকে মারতে এসে মরতে মরতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতাদর্শ একাকার হতে পারেনি। জাতীয় ঐক্য সুদৃঢ় হতে পারেনি। ফলে পঞ্চাশেও পিছু ছাড়েনি নানা জটিলতা। লাল সবুজের পতাকা তলে সমবেত হয়ে -মা তোর বদনখানী মলিন হলে আমি নয়ন জলে ভাসি; বলে জাতীয় সংগীতে সুর মিলালেও মাতৃভূমি মায়ের প্রতি চলছে চরম নিষ্ঠুরতা। ৭১এর পূর্বাপর বাংলা মায়ের ক্ষতবিক্ষত দেহখানীর ঘা শুকাতে দিচ্ছেনা প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দলপতিরা।
সুবর্ণ জয়ন্তীর পরেও বাংলা মায়ের বুকে তাজা রক্তের দাগ মুছে যায়নি। ৫৫ হাজার বর্গমাইলের কোথাও না কোথাও ১৫ আগষ্টের কষ্টাংশ নেমে আসে প্রতিরাতে এখনো। (চলবে)