‘অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় বছরে দুই দফা ৪০ দিন করে কাজের সুযোগ পান গ্রামের দরিদ্র মানুষেরা। তাঁরা মাটি কাটা, রাস্তা সংস্কার, রাস্তার ঘাস পরিষ্কার, ডোবার কচুরিপানা অপসারণের মতো কাজ করেন। শরীয়তপুর সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) এই ‘অতিদরিদ্রদের’ ১৪ জনের তালিকায় জায়গা পেয়েছেন এক ইউপি সদস্যের ১১ স্বজন। বিস্তারিত প্রথমআলোয়