কৃষক বাবার অভাব-অনটনের সংসারে বড় হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়ার শেফালী আক্তার (৩৬)। তাই অষ্টম শ্রেণিতে পড়াকালীনই উপজেলার শিবরামপুর এলাকার নূরুল ইসলামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে তাকে। সংসারের ব্যস্ততার কারণে আর পড়াশোনা চালিয়ে নেওয়ার সুযোগ হয়নি তার। –ঢাকাপোস্ট
ছিল অদম্য ইচ্ছেশক্তি। বাধা ছিল শুধু পারিপার্শ্বিকতা। সেই পারিপার্শ্বিকতার মধ্যেই ছেলে মেহেদী হাসানের সঙ্গে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মা মঞ্জুয়ারা খাতুন। বেশ কৃতিত্বের সঙ্গে পাসও করেছেন। ছেলে ও মায়ের এক সঙ্গে এমন সাফল্যে পরিবারের মাঝে আনন্দের বন্যা বইছে। –মানবজমিন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় বাবা ও মেয়ে একসঙ্গে পাস করেছেন। মেয়ে সুমাইয়া বিনতে শাহজাহান উল্টাছড়ি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছে জিপিএ-৪.৬১। তার বাবা মো. শাহজাহান পানছড়ি বাজার উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৩.০৯ পেয়েছেন। –প্রথমআলো
নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে বাবা ও ছেলে এসএসসি পরীক্ষায় পাস করেছেন। ইমামুল ইসলাম জিপিএ ৪.৭৯ এবং তার ছেলে আবু রায়হান জিপিএ ৪.৮২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারা নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকতকিনগর এলাকার বাসিন্দা। –ইত্তেফাক
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরাউড়া গ্রামের এখলাস উদ্দিন ওরফে নয়নের বয়স এখন ৪৫ বছর। এবার তিনি এসএসসি পাস করেছেন জিপিএ–৫ পেয়ে। একই দিনে তাঁর ছেলে রাকিবুল হাসানও এসএসসি পাস করেছে। –প্রথমআলো