অনেক তো হলো ঘটা করে আত্মপ্রচার
বাজাতে হলো নিজের ঢাক নিজেকেই
অনেক পিঠ চাপড়ালো স্তাবকের দল,
ভাষণে ভাষণে উগড়ে দিলে স্তুতি
মুক্ত সাহিত্য দুনিয়ার সোশাল মিডিয়ায় নাকি অকবিরা
কবিতা লিখে বাহবা ভিক্ষা করে বন্ধুদের কাছে…
প্রকাশকেরা দ্বায়িত্ব জ্ঞানহীন
বাণিজ্যিক প্রতিষ্ঠান।
তা বাপু, তুমি তো কবিতা লেখো
দেশে বিদেশে নাকি সমাদৃত!
বেশ ভালো…
কী দ্বায়িত্ব পালন করেছো শুনি?
নতুনদের কি দিয়েছো উৎসাহ?
তৈরি করেছো কি আগামী প্রজন্মের কোনো নতুন কবি?
অর্থ, বিজ্ঞাপনে শুধু নিজেকে জাহির করলেই তুমি মহৎ?
বেশ বেশ! কতকগুলো পুরস্কার ঝুলিতে
কেনা সাংবাদিক দিয়ে
প্রচার-সর্বস্ব জীবন নিয়ে
আত্মপ্রসাদ লাভেই শান্তি?
ভাবি কাল ক্ষমা করবে কি?
নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টিতে
কতোটুকু অবদান?
ভেবেছো কোনো দিন?
কতো বছর স্থায়িত্ব পাবে
তোমার শূন্যতায়?
কফিনটা পচে-গলে যাবার আগেই
মানুষের মন থেকে হারিয়ে যাবে না তো
তুমি ও তোমার কবিতা?
২৩/১১/২২