বিশ্বজুড়ে পুরুষের শুক্রাণুর হার অর্ধেকের বেশি কমেছে। সম্প্রতি এ নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি সাময়িকীতে। সেখানেই একদল গবেষক বিষয়টি তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, পুরুষের শুক্রাণুর হার কমা রোধে এখনই পদক্ষেপ নেওয়া না হলে মানবজাতি সন্তান জন্মদানে সংকটে পড়বে। –প্রথমআলো
পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণুকে নিষিক্ত করার ফলেই যে কোনো প্রজাতির প্রাণীর প্রজনন ঘটে। মানুষও এর বাইরে নয়। তবে আশঙ্কার বিষয় হলো, নানা কারণে মানুষের ডিম্বাণুর সংখ্যা কমছে। এক গবেষণা বলছে, ১৯৭৩ থেকে ২০১৮ সালের মধ্যে বিশ্বজুড়ে পুরুষ মানুষের গড় শুক্রাণুর ঘনত্ব। –আমাদেরসময়
গবেষণাটি করা হয় ১৯৭৩ থেকে ২০১১ সাল পর্যন্ত। এই সময়কালে করা ১৮৫টি গবেষণার তথ্যের ভিত্তিতে এই গবেষণা কাজটি করে ড: লেভিনের দল। ডঃ লেভিন একজন ‘এপিডেমিওলজিস্ট’। রোগবিস্তার সংক্রান্ত বিদ্যা ও এর সাথে সম্পর্কিত ওষুধের শাখা, রোগের সম্ভাব্য নিয়ন্ত্রণ এসব বিষয়ে তিনি বিশেষজ্ঞ। বিবিসিকে ডঃ লেভিন জানান, “এভাবে স্পার্ম কাউন্ট কমতে থাকলে একসময় মানুষ বিলুপ্ত হয়ে যেতে পারে”। –বিবিসি