যে কবিতায় অশ্রু ঝরে,
চোখের বেলকনিতে,
এমন একটি কবিতা চাই
তোমার কলমেতে।
যে কবিতা গর্জে উঠে
প্রতিবাদের নেশায়,
অন্যায়ের পথে রুখে দাঁড়ায়
অটুট রাখে পেশায়।
যে কবিতা কথা বলে
পথশিশুর সাথে,
লাঘব করে দুঃখ তাদের
সুখের মালা গাঁথে।
যে কবিতা মানব কূলে
প্রফুল্ল যোগায়,
শক্তি যোগায় হৃদয় মাঝে
সারা বিশ্বময়।
যে কবিতা মায়ের মত
সুশিক্ষাটি দেয়,
সেই কবিতা লিখে লিখে
দিও-গো আমায়।
যে কবিতা চেতনাবোধ
জাগায় তরুণ মনে,
জাতির কাজে লাগবে তরুণ
দেশেরই অঙ্গনে।
যে কবিতা ফুটায় ফুল,
ফলের আগমনী,
চোখের তারায় দৃশ্য লুটায়
প্রেমের স্বরধ্বনি।
যে কবিতায় হিংসা-বিদ্বেষ
থাকে না পরস্পরের,
সুশীল সমাজ গড়তে শিখায়
সকল মানব স্তরের।