আজ কোথাও কিছু ঘটে নি, তাই প্রচার করার মতো কোনো সংবাদ নাই। ১৯৩০ সালের ১৮ ই এপ্রিল রাত ০৮.৪৫ টার বুলেটিনে এমন সংবাদ প্রচার করে বিবিসি। হাতে কোন খবর না থাকায় প্রায় ১৫ মিনিট পিয়ানোর শব্দ বাজানো হয়। এরপর কুইনস হিল থেকে ওয়াগনার অপেরার পার্সিফাল সম্প্রচার করা হয়। দিনটি No News Day হিসেবে পরিচিত। ঈশ!এমন একটি দিন যদি বিশ্ববাসী আরেকবার দেখতে পেতো!!
মজার বিষয় হলো, ঐদিন যে সময় এ খবরটি প্রচার হয়েছে, তার ঠিক কয়েক ঘন্টা আগেই মাষ্টারদা সূর্যসেনের নেতৃত্বে তদানিন্তন বৃটিশ ইন্ডিয়ার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছে। তবে টেলিগ্রাফ, টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন এমনকি রেল চলাচলও বন্ধ থাকায় সে খবর পৌঁছেনি। ৪ দিনের জন্য পরাধীনতার কবলমুক্ত ছিলো চট্টগ্রাম আর সাহেবরাও তখন নিজ নিজ জান বাঁচাতে ব্যস্ত….!
সংগ্রহে