১৪ নভেম্বর ২০২২ ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই বেলাল হোসেন (৩৫)। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত বড় ভাই নুরুল হক হাওলাদারকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে। বিস্তারিত নয়াদিগন্তে, বাংলাদেশপ্রতিদিন ও প্রথমআলো
২৩ সেপ্টেম্বর ২০২২ ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন মেজ ভাই রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদারকে (৫৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারই ছোট ভাই রুহুল আমিন (৫০)। বিস্তারিত নয়াদিগন্তে ও -বাংলাদেশ প্রতিদিন
৭ অক্টোবর ২০২১ ঝালকাঠির কাঁঠালিয়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে না পেয়ে তার মা হাসিনা বেগমকে (৫০) রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।একই সময় তার বাবা মো. জামাল জমাদ্দারকে (৫৫) কুপিয়ে গুরুতর আহত করা হয়। ইউপি সদস্য মো. রিপন জমাদ্দারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। –সমকাল ও ঢাকাপোস্ট
২২ জুন ২০২১ ঝালকাঠির কাঁঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. আরিফ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই কলেজছাত্রের মা-বাবা-ভাইসহ ১৪ জন। –মানবজমিন ও ঢাকাপোস্ট
৮ মার্চ ২০২১ ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন ঘরামি নামে একজন নিহত হয়েছেন। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। –প্রথমনিউজ ও ঢাকাপোস্ট
৯ জানুয়ারি ২০২১ ঝালকাঠির কাঁঠালিয়ায় রুবেল খান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর বলতলা গ্রামে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, তিন বছর আগে তার ভাই রাসেল এবং ৭ বছর আগে বাবা আব্দুল বারেক খান দুর্বৃত্তের হাতে নিহত হন। এ নিয়ে একই পরিবারের তিন সদস্য দুর্বৃত্তের হাতে নিহত হলেন। –সংবাদপ্রতিদিন ও ঢাকাপোস্ট
শিক্ষায় যোগ্যতায় জগৎজুড়ে জ্যোতি ছড়ানো সেরাদের জন্মভূমি ঝালকাঠির কাঠালিয়ায় হচ্ছেটা কি? আর কত হত্যাকান্ড ঘটলে কাঠালিয়ার সভ্য সমাজ সজাগ হবেন?