সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না, তেমনি জীবন থেমে থাকার নয়, থেমে থাকবে না,বৃথাই যতসব অহংকার!
মানুষকে মানুষ হতে দেয় না। মানুষ মানবতার কথা বলে, জ্ঞানের কথা বলে, কতশত উপদেশ দেয়, কিন্তু নিজেই তা রক্ষা করে না। বুদ্ধিমান মানুষ তার জীবন যৌবনের সকল কর্মের জন্য, নিজ অপরাধের জন্য,সৃষ্টি কর্তা, আল্লাহর কাছে দায়ি থাকবে জেনেও সত্যকে আড়াল করে, মিথ্যার উপর ভর করে, কতই পাপ করে! অথচ চোর যেমন চুরির বিষয়টি নিশ্চিত জেনেও গোপন করে, তেমনি ভাবে মানুষেরা প্রায় প্রত্যেকেই নিজের অপরাধ গোপন করে! কেউ যেন সত্য স্বীকার করতে চায় না। দু’ চার যদি বা করে তাদেরকে সমাজ ঘৃণা ভরে উপেক্ষা করে। এই সকল অনিয়মই এখন নিয়ম হয়ে গেছে। তবুও আমি আমরা চলছি, চলব, পৃথিবী থেমে নেই, সকলই সমান তালে যে যার মত করে এগিয়ে যাচ্ছে যাবে।
আল্লাহর কাছে একটাই দাবি- সকলকে ঈমান দাও। সত্যকে স্বীকার করার সুযোগ দাও। ভালকে ভাল, মন্দকে মন্দ বলার শক্তি দাও। আমিন…
লেখক- এসএম নজরুল ইসলাম, ডেপুটি এটর্নী জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট