সারা বিশ্বের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। এবারের প্রতিপাদ্য ‘ইউজ হার্ট ফর এভরি হার্ট’। -নয়া শতাব্দী
চিকিৎসা শাস্ত্রের পরিভাষায় হৃদ্রোগকে বলা হয় মাইয়োকার্ডিয়াল ইনফার্কশন। হৃদ্রোগের কারণ হিসাবে চিকিৎসকেরা বলে থাকেন সচল থাকতে গোটা শরীরের মতো হৃদ্যন্ত্রের অক্সিজেনের প্রয়োজন হয়। আর করোনারি ধমনি হৃদ্যন্ত্রে ওই অক্সিজেন সরবরাহ করে। কিন্তু অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপনে করোনারি ধমনির ভেতরের দেওয়ালে চর্বি জমে যায়।এর ফলে সময়ের সঙ্গে অক্সিজেন সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। ফুসফুসে রক্তের সরবরাহ বাধাপ্রাপ্ত হয়। ফলে কার্ডিয়াক ইস্কেমিয়ার পরিস্থিতি তৈরি হয়, যাতে হৃদ্যন্ত্রে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। বেশ কিছু সময় পর্যন্ত বুঝতে না পারলে, বা চিকিৎসায় দেরি হলে হৃদ্যন্ত্রের কোষগুলির একে একে মৃত্যু ঘটে। তাতেই হৃদ্রোগে আক্রান্ত হন মানুষ। -দেশ রূপান্তর