অব্যাহত লোকশান, কাগজসহ কাঁচামালের মূল্যবৃদ্ধি ও দুষ্প্রাপ্যতা, সরকারী নীতি সহায়তার অভাব, গ্রাহক সংখ্যা হ্রাস, অপ্রতুল বিজ্ঞাপনসহ নানা কারন দেখিয়ে বন্ধ করা হল মাগুরা গ্রুপের সকল মিডিয়া।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর’ ২২) সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের খবর বন্ধ করে কর্তৃপক্ষ। এতে আপাতত বাংলাদেশ নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের সকল মিডিয়ার প্রকাশনা বন্ধ করা হলো।
২০১৮ সালের মার্চ মাসে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকা বাণিজ্যিকভাবে পাঠকের কাছে আসে। এর কিছুদিন পরে Bangladesh News আসে। বাণিজ্যিক প্রকাশনার তিন মাসের মাথায় Bangladesh News বন্ধ করে দেয়া হয়। এরপর করোনা মহামারিতে ২০২০ সালে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকাও কয়েক মাসের জন্য বন্ধ রাখা হয়। ওই বছর নভেম্বরে পুনরায় প্রকাশনায় আসে বাংলাদেশের খবর। আর একই বছর ডিসেম্বরে আবার বাণিজ্যিক প্রকাশনায় আসে বাংলাদেশ নিউজ ও দিনপরিবর্তন।
প্রায় সাত মাস পরে ২০২১ সালে দিনপরিবর্তন বন্ধ করে দেয়া হয়। এরপর অব্যহত লোকশানের মুখে পড়ে গত ১৬ সেপ্টেম্বর Bangladesh News বাণিজ্যিক প্রকাশনা বন্ধ করা হয়। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর’ ২২) সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের খবর বন্ধ করে কর্তৃপক্ষ। এতে আপাতত বাংলাদেশ নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট লিমিটেডের সকল মিডিয়ার প্রকাশনা বন্ধ করা হলো।