দফায় দফায় পতাকা বৈঠক আর দিনের পর দিন লাশ নিয়ে ঝামেলা কথা ভেবে ১৩ সেপ্টেম্বর আমাদের ভালোবেসে বাংলাদেশির লাশের পায়ে গামছা বেঁধে হাফ মাইল টেনে বাংলাদেশের ভেতরে রেখে গেছেন।
যশোরের বেনাপোল রঘুনাথপুর বিওপির ভারত সীমান্তের কাঁটাতারের ৫০০ গজ দূরে বাংলাদেশের জমিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিজিবি। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। -যুগান্তর
দিনাজপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মিনহাজুল ইসলাম ওরফে মিনার বাবুর (১৬) মরদেহ ৫ দিন পর ফেরত দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার দাইনুর সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই এলাকার আরও দুইজন নিখোঁজ রয়েছেন। -সমকাল
এ সময় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নিহত মিনারুলকে একনজর দেখতে এলাকাবাসী সীমান্তে ভিড় জমায়। এ দিকে মরদেহ পাওয়ার খবরে নিহত মিনারুলের বাড়িতে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জড়ো হয়। মিনারুলের বাড়িতে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। আজ রাত ৮টার দিকে খানপুর বুড়াপীর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। -আজকের পত্রিকা
নিহত কিশোর মিনার বাবুর বাবা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলেকে অন্যায়ভাবে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। -আমাদের সময়
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আর কত বাংলা মায়ের বুক খালি হবে? জনমনে এপ্রশ্ন।