ওয়াসার বিদ্যমান পয়োনিষ্কাশনব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। অপরিশোধিত পয়োবর্জ্য খাল-নদীতে মিশছে।
ঢাকা ওয়াসা গত তিন অর্থবছরে গ্রাহকদের কাছ থেকে পয়োনিষ্কাশন (স্যুয়ারেজ) বিল আদায় করেছে ১ হাজার ৬৬ কোটি টাকার বেশি। অথচ ওয়াসার বিদ্যমান পয়োনিষ্কাশনব্যবস্থা প্রায় অকার্যকর। ফলে অধিকাংশ পয়োবর্জ্য কোনো না কোনো পথে খাল ও নদীতে যাচ্ছে। একদিকে সেবা না দিয়ে গ্রাহকদের থেকে বিল নেওয়া হচ্ছে, অন্যদিকে এসব অপরিশোধিত পয়োবর্জ্য মিঠাপানির উৎস দূষিত করছে। বিস্তারিত প্রথম আলোয়