আজ ৮ সেপ্টেম্বর ২০২২এ প্রকাশিত ৫টি পত্রিকার শিরোনাম-
কুমিল্লায় মেয়ের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ -মানবজমিন
সম্পত্তির দ্বন্দ্বে বাবাকে হত্যা, মেয়ে আটক -কালের কন্ঠ
সম্পত্তি না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করল মেয়ে -আজকের পত্রিকা
দুই শতক জমির জন্য বাবা কুপিয়ে হত্যা করলো মেয়ে -আমাদের সময়
কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে -বাংলাদেশ প্রতিদিন
বিস্তারিতঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দুই শতক সম্পত্তির জন্য নিজের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। -আমাদের সময়
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতুলি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন। -কালের কন্ঠ
জানা গেছে, নিহত বাবার নাম আবুল কাশেম (৭০)। আর ঘাতক মেয়ের নাম জেসমিন আক্তার (৩২)। তিনি নিহতের তৃতীয় মেয়ে। এ ঘটনায় স্থানীয়রা মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ঘটাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত কুড়াল উদ্ধার করেছে। -আজকের পত্রিকা
স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল হক জানান, জেসমিনরা তিন বোন। এক বোনের কাছে কাশেম দুই শতক জমি বিক্রি করেছেন। এরপর থেকেই ঝামেলা চলে আসছিল। আজ বিকেলে সেগুলো নিয়ে তর্কাতর্কি হয়েছে। শুনেছি তর্কাতর্কির এক পর্যায়ে জেসমিন কুড়াল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে তার মা ও তার স্বামী এসে লাশ দেখেন। -মানবজমিন
লাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মেয়েসহ চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পত্তির জন্য জেসমিন এ ঘটনা ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। -বাংলাদেশ প্রতিদিন
মানসিক রোগাক্রান্তের চেহারাটা আগে কেউ মাপার ছিলনা? নির্মম হত্যাকান্ডের পরে হত্যাকারিকে মানসিক রোগির পরিচয় প্রকাশে উপযুক্ত বিচার বাঁধাগ্রস্থ হচ্ছে।
পুত্রের হাতে পিতার খুনের খবরে যতটা না আঁতকে উঠতে হয়; তারচে মেয়ের হাতে বাবার খুনের খবর শুনলে কলিজায় অনেক বেশি রক্তক্ষরণ অনুভূত হয়। কেননা, বাবা যেমন মেয়ের জন্য উজাড় হৃদয়; তেমনি মেয়েদের কাছে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। সেই আদুরে কন্যার কোমল হাতে কঠিন কুঠারাঘাত; তাও সেই সবকিছু উজাড় করে দেওয়া বাবার ওপর। কল্পনাতীত এমন দৃশ্যের অবতারণা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে গত
২৮ অক্টোবর ২০২১ তারিখে এনটিভিবিডি.কমে প্রকাশিত হয়– নাটোরের সিংড়া উপজেলায় মেয়ের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। নিহত বৃদ্ধ ওই বাবার নাম শামছুল ইসলাম। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মেয়ে কহিনুর বেগম। তারও আগে গত
৩১ আগস্ট ২০২০ তারখে সময়নিউজ.টিভিতে প্রকাশিত হয়– নাটোরের সিংড়ায় নিজের মেয়ে মীরার (৩০) লাঠির আঘাতে খুন হয়েছেন বাবা আব্দুস সাত্তার (৮০) নামে এক ব্যক্তি। তিনি হাতিয়ান্দহ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মেয়ের হাতে বাবা খুনের উপরোক্ত ৩টি খবরের অন্তরালে সম্পত্তি সংক্রান্ত বিষয় ছিল। সম্পত্তি যখন সম্পর্কের ওপরে গুরুত্ব পায়; তখনই এমন অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় বলে মনে করেন এনএনসির গবেষণা বিভাগের গবেষকগণ। “সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই অমীয় বাণী বাস্তবায়নে সবাইকে আরো সোচ্চার হতে হবে। ”নিষ্ঠুরতা করতে রোধ; জাগিয়ে তোলো বিবেকবোধ” স্লোগানে এনএনসির স্কুলভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান এনএনসির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুম বিল্লাহ