২৭ আগষ্ট ২০২২ হেনস্তা ও হামলার শিকার- ৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে গত শনিবার (২৭ আগস্ট) রাতে র্যাগিংয়ের ঘটনা সমাধান করতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা অপদস্থ ও অবরুদ্ধের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই সহকারী প্রক্টর। এসময় হলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথমে হেনস্তা ও পরে পরিকল্পিত হামলার শিকার হন ক্যাম্পাসের সাংবাদিকেরা। -আজকের বাংলাদেশ
পরে বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান এসে বিষয়টি সুরাহা করার দায়িত্ব দেন ওই হলের ছাত্রলীগ নেতা নাজমুল শাকিলকে। নাজমুল শাকিল ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চান। রাত ১টার দিকে সাংবাদিকেরা শাহজালাল হল থেকে নিজ নিজ হলের উদ্দেশে বের হন। পথে ৮ থেকে ১০ জন ছাত্রলীগ নেতাকর্মী শহীদ শামসুল হক হলের সামনে বিশ্ববিদ্যালয়ের তিনজন সাংবাদিক- ঢাকা পোস্টের প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ইফতে খায়রুল ইসলাম ও ক্যাম্পাস লাইভ ২৪ ডটকমের প্রতিনিধি রায়হান আবিদসহ দৈনিক এশিয়ান এজ পত্রিকার বাকৃবি প্রতিনিধি আতিকুর রহমান ৪ জন সাংবাদিকের ওপর হামলা চালায়। –ঢাকা পোষ্ট, আজকের পত্রিকা ও প্রথম আলো
রাজধানীর পল্টনে পুলিশের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দৈনিক জনতার সহ-সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। -ঢাকা টাইম্স
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক সাব্বির ও তার ভাইকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। রোববার (২১ আগস্ট) রাতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। -যমুনা.টিভি
সংবাদ সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রাম আদালত চত্বরে ‘আইনজীবীদের মারধরের’ শিকার হয়েছেন ২ সংবাদকর্মী। বুধবার বিকেলের এ ঘটনায় আহত হন বেসরকারি যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অন্য সাংবাদিকরা। -সমকাল
২ আগস্ট ২০২২ হামলার শিকার- ৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীকে ‘গেস্ট রুমে’ ডেকে নিয়ে নির্যাতনের পর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নিজেরাই নির্যাতনকারীদের নাম জানিয়েছে। নির্যাতিত সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এই নির্যাতনের ঘটনা ঘটে। -ডেইলী স্টার
একই দিনে রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনে মেডিকেলের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরা পারসন আজাদ আহমেদ মারধরের শিকার হয়েছেন। -ঢাকা পোষ্ট
১ আগস্ট ২০২২ হামলার শিকার- ১
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈমকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। -একাত্তর.টিভি
২০২২ সালের জাতীয় শোকের মাস থেকে সাংবাদিকদের ওপর হামলার তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা। দেশের কোথায়ও কোনো সাংবাদিক অনাকাঙ্খিত ঘটনার শিকার হলে এনএনসিতে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
আমাদের ইমেইলঃ nncpost@gmail.com, Fb.Id: bdnewsfair, whatsapp with Mobile no. 01711228595