জানি;
মুখে মুখে হবে না মোদের
কোনোদিন জানাজানি,
বুকে বুকে শুধু বাজাইবে বীণা
বেদনার বীণাপানি ! -কাজী নজরুল
মানি;
তোমার মতো মহান কবি
তুলনা তোমাতে তুমি
তোমার জন্য ধন্য বাঙালি
ধন্য এ বঙ্গভূমি।
তুমি আমাদের কাব্যচিন্তার
করেছিলে সমাধান
তোমার কীর্তি অমর স্মৃতি
রয়ে যাবে অম্লান।
যুগের স্বাক্ষী হয়ে রয়েছে
তোমার প্রতিটি শব্দ
তোমার কবিতা অনুধাবনে
জ্ঞানীরা হয় স্তব্ধ।
প্রেমানুভূতি পাষাণের বুকে
ফিরে পায় তোমার গানে
তোমার কবিতা উৎসাহ জোগায়
আশাহত প্রজন্মের প্রাণে।
সব ভেদাভেদ তুলে দিতে তুমি
সচেষ্ট ছিলে কাজে
তোমার লেখা সেতুবন্ধন
দুই বাংলার মাঝে।
বাংলা বর্ণমালায় তোমার
সুপ্ত হৃদয়ের বাণী
প্রকাশিত হয়ে বাংলা ভাষাকে
করেছে ভাষার রাণী।
-মাসুম বিল্লাহ, সম্পাদক- সংগ্রহ বার্তা, প্রেসিডেন্ট- এনএনসি ও পরিকল্পক- সংবাদ জাদুঘর
২৭ আগষ্ট- ২০২২ প্রিয় কবির ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হলো ছোট্ট কবিতাটি