খবর-১
A Saudi court has sentenced a prominent former imam of the Grand Mosque in Mecca to 10 years in prison.
The Specialized Criminal Appeals Court in Riyadh sentenced Sheikh Saleh al Talib to prison after overturning a previous acquittal, US-based rights group Democracy for the Arab World Now (Dawn) said on Monday.
সৌদির একটি আদালত মক্কার গ্র্যান্ড মসজিদের একজন বিশিষ্ট প্রাক্তন ইমামকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। -মিডল ইস্ট আই
রিয়াদের বিশেষায়িত ফৌজদারি আপিল আদালত শেখ সালেহ আল তালিবকে পূর্বের খালাস বাতিল করে কারাগারে সাজা দিয়েছে, মার্কিন ভিত্তিক অধিকার গ্রুপ ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডন) সোমবার জানিয়েছে।
খবর- ২
সৌদি আরবে চলচ্চিত্রের ব্যবসা রমরমা -প্রথম আলো
রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরবে আর্থসামাজিক সংস্কারের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় ২০১৮ সালে। দেশটিতে রুপালি পর্দা ওঠার প্রথম বছরে চলচ্চিত্রের দর্শকেরা ব্যয় করেছিলেন ২০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ। সেখানে ২০২১ সালে তাঁরা খরচ করেছেন ৫ কোটি ৪৮ লাখ ডলার। সে হিসেবে চার বছরের মাথায় সৌদি আরবে চলচ্চিত্রের টিকিট বিক্রি বেড়েছে ২ হাজার ৬০৫ শতাংশ।