রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় একুশে টিভির সংবাদ উপস্থাপক সাব্বির ও তার ভাইকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। রোববার (২১ আগস্ট) রাতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে। -যমুনা.টিভি
সংবাদ সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রাম আদালত চত্বরে ‘আইনজীবীদের মারধরের’ শিকার হয়েছেন ২ সংবাদকর্মী। বুধবার বিকেলের এ ঘটনায় আহত হন বেসরকারি যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অন্য সাংবাদিকরা। -সমকাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীকে ‘গেস্ট রুমে’ ডেকে নিয়ে নির্যাতনের পর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ নিজেরাই নির্যাতনকারীদের নাম জানিয়েছে। নির্যাতিত সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এই নির্যাতনের ঘটনা ঘটে। -ডেইলী স্টার
২ আগস্ট ২০২২ হামলার শিকার- ২
বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরা পারসন আজাদ আহমেদ সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। -ঢাকা পোষ্ট
১ আগস্ট ২০২২ হামলার শিকার- ১
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম নাঈমকে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। -একাত্তর.টিভি
২০২২ সালের জাতীয় শোকের মাস থেকে সাংবাদিকদের ওপর হামলার তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসি ও সংগ্রহ বার্তা। দেশের কোথায়ও কোনো সাংবাদিক অনাকাঙ্খিত ঘটনার শিকার হলে এনএনসিতে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
আমাদের ইমেইলঃ nncpost@gmail.com, Fb.Id: bdnewsfair, whatsapp with Mobile no. 01711228595