মাইক্রোফোন হাতে নিয়েই কেঁদে ফেলে ছোট্ট আদিবা। শুধু এটুকু বলতে পেরেছে, ‘পাপাকে (বাবা) ছাড়া একটুও ভাল্লাগে না আমার। কিচ্ছু ভাল্লাগে না।’
আদিবার বয়স যখন দুই বছর, তখন থেকেই সে আর তার বাবাকে খুঁজে পাচ্ছে না। এখন তার বয়স ১১ বছর। সে বিশ্বাস করে, একদিন না একদিন সে তার বাবাকে খুঁজে পাবে। শনিবার বিকেলে মায়ের হাত ধরে আদিবা হাজির হয় জাতীয় প্রেসক্লাবের সামনে। সেখানে তাদের মতো ৪২টি পরিবার ছিল, যারা প্রিয় মানুষের খোঁজ পেতে বছরের পর বছর অপেক্ষায় রয়েছে। -প্রথমআলো
মায়ের ডাক-এর তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে দেশে গত পাঁচ বছরে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছে ৭২৭ জন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ ফেরত এলেও তাদের অধিকাংশ এখনও নিখোঁজ রয়েছেন বলেও দাবি করছে সংগঠনটি। গুমের এ তালিকায় শীর্ষ কয়েকজনের মধ্যে রয়েছেন-সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী, সাবেক ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ছাড়াও অনেক রাজনৈতিক কর্মীসহ নানান পেশার মানুষ। যারা গুমের শিকার হয়েছেন তাদের জন্য গতকাল বিশ্বজুড়ে পালিত হয়েছে জাতিসংঘ ঘোষিত ‘ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অব এনফোসর্ড ডিসঅ্যাপিয়ারেনসেস’। -বাংলাদেশ জার্নাল
মায়ের ছোট ছেলে বলে একটু বেশিই আদরের ছিল নিজাম উদ্দিন মুন্না। বছর চারেক আগে ঘর থেকে সেই যে বেরিয়েছেন, আর ঘরে ফেরেননি। ছেলে কোথায় আছে জানেন না বৃদ্ধ মা। তবে মায়ের বিশ্বাস আজ না হয় কাল ছেলে ঠিকই ঘরে ফিরবেন। এখনও বাসার কলিংবেল বেজে ওঠলে মা বলে ওঠেন ‘এই তো আমার মুন্না আসল’! কিন্তু বিশোর্ধ মুন্না আর বাসায় ফেরেন না। আদৌ ফিরবে কি না অনিশ্চিত। -সময়ের আলো
১২ বছর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চৌধুরী আলম গুম হয়েছিলেন। গুম হওয়ার পর স্বজনরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও খুঁজে পাননি স্বজনরা। এখনও স্বজনরা তার অপেক্ষায় দিন পার করছেন। তার ছোট ভাই খুরশিদ আলম মিন্টু বলেন, আজ ১২ বছর ধরে আমার ভাই নিখোঁজ। তিনি দীর্ঘ ১৮ বছরের কাউন্সিলর ছিলেন। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এই সরকারের আমলে এমপি, কাউন্সিলর গুম হয়ে যান। আমি সরকারের কাছে অনুরোধ জানাই আমার ভাই যদি বেঁচে নাও থাকে তবে তার লাশটা অন্তত দেন। আমরা তার কবরে একমুঠো মাটি দেয়ার অধিকার রাখি। -নতুন বার্তা