বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও অনিয়ম ঠেকাতে রাজধানীসহ সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার অন্তত ৯ জেলায় অভিযান চালিয়ে ২৩ প্রতিষ্ঠান ও ১১ অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। -ঢাকা টাইমস
কক্সবাজার
কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় এবার ডিম ও মুরগির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার। এ সময় অধিক মূল্যে ডিম ও মুরগি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। -ইত্তেফাক
খুলনা
খুলনায় ডিমের বাজারে আগুন ধরেছে দু’ সপ্তাহ ধরে। বাজারে আকার ভেদে মুরগীর ডিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা হালি। হাঁসের ডিম ৭০ থেকে ৭৫ টাকা। এ অবস্থায় আজ বৃহষ্পতিবার ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। -ইনকিলাব
বরিশাল
ডিম ও মুরগির বাজার মনিটরিংয়ে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল। বৃহস্পতিবার (১৮ আগস্ট) অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও দুটি মুদি দোকানকে জরিমানা করা হয়। -ঢাকা পোষ্ট
ফরিদপুর
ফরিদপুর শহরে বেশি দামে ডিম বিক্রি করায় কাজী ফার্মস লিমিটেডকে ১০ হাজার জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। -জাগো নিউজ
কুমিল্লা
কুমিল্লায় ইচ্ছে মতো দামে ডিম বিক্রির দায়ে দোকানিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার নিউমার্কেট ও রাজগঞ্জ বাজার এলাকার ডিম ও ব্রয়লার মুরগির দোকানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার না রেখে ইচ্ছে মতো দামে ডিম বিক্রির খবর পাই।
এসময় আমরা ছদ্মবেশে নিউমার্কেট ও রাজগঞ্জ এলাকার কিছু দোকানে ডিম কিনতে যাই। সেখানে ইচ্ছেমতো দাম রাখার অভিযোগে রফিক স্টোরকে পাঁচ হাজার টাকা, বাবুল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। -বাংলাদেশ টুডে