সড়ক দুর্ঘটনায় নিহত- ১২
রাজধানীর শ্যামলীতে যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তায় একটি ট্রাক থেমে ছিল। সেই ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজন হলেন থেমে থাকা ট্রাকচালকের সহকারী রনি ও ধাক্কা দেওয়া ট্রাকের চালক রাজু। তাঁদের বিস্তারিত নাম–পরিচয় এখনো পুলিশ জানাতে পারেনি।
নওগাঁর মহাদেবপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের নলডাঙ্গায় থ্রি হুইলার ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. নাইম হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বিলাশ (১৭) ও তানভির (১৯) নামে আরও দুজন। শনিবার (১৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা-পীরগাছা সড়কের বাড়ইহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জেলার সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের পরিষ্কার-আটকপালিয়া বাজার সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম মো. আলাউদ্দিন (২৩)। এ ঘটনায় অপর আরোহী মো. সাদ্দাম হোসেন (২২) আহত হয়েছেন।
সাভারের গেণ্ডা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় মো. বাছিদ (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া ও হরিপুরে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত রাহেলা বেগম (৭০) জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের কুটি মিয়ার স্ত্রী।
পানিতে ডুবে মৃত্যু- ৪
চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে গোসল করতে নেমে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, মামুন (১৮) ও হৃদয় (১৩)।
ফেনীর সোনাগাজীতে পানিতে ডুবে মাহির নামে সাড়ে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের বড় মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ টিকটক ভিডিও বানাতে গিয়ে মুক্তারপুর ব্রিজ থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপিয়ে পরে রাসেল (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলার মুক্তারপুর ব্রিজ থেকে রাসেল ও হামিম নামের দুই যুবক ধলেশ্বরী নদীতে লাফ দেয়। পরে হামিম সতরিয়ে তীরে উঠলেও নিখোঁজ হয় রাসেল। এ ঘটনার পর থেকে নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সাভির্সের ডুবুরি দল।
যৌন হয়রানীর শিকার- ২
সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে দুলাল নামে একজন সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) বিকেলে ৫৮নং পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
হত্যা- ১
খুলনায় চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ( ১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।ছিনতাই হওয়া ইজিবাইকটি এরইমধ্যে উদ্ধার করেছে পুলিশ।
আত্মহত্যা- ২
রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার একটি বাসায় মামুন ব্যাপারী (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্বজনরা। আজ শনিবার সকাল ১০টার দিকে শহীদনগর তিন নম্বর গলিতে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ওমেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মহিলা রান্নাঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৩আগষ্ট) ভোর ৬টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল দক্ষিণ পাড়ায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সরাইল থানার পুলিশ উপপরিদর্শক(এসআই) বাবুল হোসেন।
নাটোরে নুরসাদ প্রামাণিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার ছাতনি ইউনিয়নের কালিকাপুর আমহাটি এলাকায় রেললাইনের ধার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরসাদ ওই এলাকার রূপচাঁদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
নেত্রকোনার পূর্বধলায় মোঃ সাইকুল ইসলাম নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।