হত্যাকান্ডে নিহত- ৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা নোয়াগাঁও গ্রামে জমি নিয়ে মারামারির ঘটনায় মোশাহিদ আলী (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ইসলামপুর পূর্ব ইউনিয়নের শিমুলতলানোয়াগাঁও গ্রামের মৃত আব্দুররাজ্জাকের ছেলে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
বগুড়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে পিতা মোজাম্মেল হকের (৮০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে রাশেদা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, রাশেদার স্বামী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে জমিতে সেলো মেশিন বসানোকে কেন্দ্রকরে চাচা মোঃ আবুল হোসেনের হাসুয়ার কোপে ভাতিজা মোঃ মহোন হোসেন (২২) মৃত্যুশয্যায় । বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজাপুর গ্রামে মহোনের বাড়ির সামনে এয় ঘটনা ঘটে । আহত মহোন রাজাপুর গ্রামের মৃত মজিল হকের ছেলে।
রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পিরোজপুরের ইন্দুরকানীতে বিবস্ত্র ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামের কচা নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটুয়াখালীর গলাচিপায় খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের (মেয়ে শিশু) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের তালতলা গ্রামের দুশুমী খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরানদহ ও ভূইয়াগাতী এলাকা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একজনের মরদেহ বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলছিল, অপরজনের মরদেহ স্থানীয় ইটভাটায় পড়ে ছিল। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ভূইয়াগাতি ও নলকা ইউনিয়নের এরান্দহ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সড়ক দুর্ঘটনায় শাবি ছাত্রী আহত ও নিহত- ৬
শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার বারমারী নন্নী তিনআনী মহাসড়কের বেকিকুড়া কাজীবাড়ি মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শামীম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা-মাওয়া একপ্রেসওয়ের উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালীতে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় ব্যাটারি চালিত টমটমের ধাক্কায় খোরশেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়তে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে ঢুকে যায় বেকারি কারখানার ভ্যান। এ সময় ভ্যানে থাকা পরিবেশক একরামুল হক (২৬) নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার বিকেলে জালালাবাদ থানার গোপাল এলাকায় এলাকায় দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম।