হত্যা- ২
রাজধানীর পল্লবীতে পরকীয়া সন্দেহে সাথী আক্তার (২৪) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হান্নানকে (৩০) আটক করেছে পল্লবী থানা পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর মজিদ গ্রামের একটি বাড়ি থেকে চর জব্বর থানা–পুলিশ লাশটি উদ্ধার করে।
আত্মহত্যা- ১
গুরুদাসপুর উপজেলার পারিবারিক কলহের জেরে সোহাগী খাতুন (৩০) নামের এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খুবজীপুরব ইউনিয়নের নাছির উদ্দিনের স্ত্রী।
সড়ক দুর্ঘটনায় নিহত- ৫
নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় ফিরোজ কবির (৪২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বনপাড়া পৌরসভার হারোয়া সরকারপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজশিক্ষক রাজিয়া সুলতানা লিজা (৪০) মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় গরুবাহী নছিমন (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) উল্টে এর চালক নিহত হয়েছেন। এ সময় ওই নছিমনে থাকা তিনটি গরু মারা যায়। আজ শুক্রবার সকালে উপজেলার পাগলা শ্যামপুর এলাকার খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাবা-মায়ের বড় ছেলে শাহিন মিয়া (১৯)। বাবার পাশে পাশে থেকে ব্যবসার কাজে সহায়তা করতেন তিনি। নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনার মারা গেছেন তিনি। শাহিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ছোট দেওয়ানপাড়া গ্রামের ফল ও সবজির আড়তদার দুলাল মিয়ার ছেলে।
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম আয়াতের (২০) মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ালো।
পানিতে ডুবে মৃত্যু- ৩
মানিকগঞ্জে বাড়ির পাশে হিজলগাছের নিচে খালে শিশু সৌরভের লাশ ভাসতে দেখেন প্রতিবেশীরা। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পৗর এলাকার বাড়ির পাশে নদে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে মারা যায়।
অগ্নিকান্ডে নিহত- ১
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে আগুনে পুড়ে লামিয়া আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে জামাদার গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।
লাশ উদ্ধার- ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাত ও মুখ বাঁধা ছিল।
রাজশাহীতে রুপালি খাতুন নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে নগরীর দাশপুকুর ডিসির মোড় এলাকার ভাড়া বাসা থেকে রাজপাড়া থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
জীবিত উদ্ধার- ১
চট্টগ্রামের হাটহাজারী থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব। ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
ধর্ষণের শিকার- ১
সৌদি আরবে অবস্থানকালে ছিলেন রুমমেট, সেই সূত্রে দু’জনের সঙ্গে পারিবারিক সম্পর্ক। এবার দেশে ফিরে সেই রুমমেটের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রবাসফেরত যুবক সবুজ পাঠানের (২৯) বিরুদ্ধে। এমন অভিযোগে আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।