সিরাজগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় পচা মরিচ ও বিষাক্ত কাপড়ের রং দিয়ে গুড়া মসলা তৈরির অভিযোগে খান মসলা কারখানাকে সিলগালা ও এর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজশাহীতে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মাঝে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ উঠেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিরুদ্ধে। পেঁয়াজ না কিনলে ক্রেতাদের টিসিবির অন্য কোনো পণ্য দেওয়া হচ্ছে না। ফলে নিম্নআয়ের মানুষ ভেজা ও দুর্গন্ধযুক্ত এ পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।