সড়ক দূর্ঘটনায় নিহত- ৬
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. নজরুল (৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
নীলফমারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছে। সোমবার (১ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার ডোমার-জলঢাকা সড়কের একবট নামক স্থানে চালবোঝাই ট্রাক্টরের চাকা খুলে ভ্যানের উপর উল্টে পড়লে সেখানে দুইজন নিহত ও দুইজন আহত হয়।
আত্মহত্যা- ১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন আলেয়া বেগম (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী।
হত্যা- ৩
কুষ্টিয়ার কুমারখালীতে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার চানমারী এলাকায় সজীব (১৭) নামের কিশোর খুন হয়েছে। নিহত সজীবের পরিবারের অভিযোগ, চারজন মিলে সজীবকে বাড়ি থেকে ডেকে নিয়েই তাকে হত্যা করেছে।
মেহেরপুরের গাংনীতে প্রেমিকের জোর করে খাওয়ানো হারপিকে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোরী সুম্মা খাতুন। দীর্ঘ দুই মাসের জীবনযুদ্ধে হার মেনেছে সুম্মা।
লাশ উদ্ধার- ৫
কক্সবাজার শহরের কলাতলীর ওয়ার্ল্ড বিচ নামে একটি হোটেলে থেকে সৌরভ সিকদার (৩৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামে নিখোঁজের একদিন পর এক মুদি ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ দাইয়াপাড়া এলাকায় দোকানের পেছনে একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতে জখমের চিহ্ন পাওয়া গেছে।
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নদী তীরবর্তী মানুষ মৃতদেহটি ভেসে যেতে দেখে পুলিশে খবর দেয়।
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে রোকন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের রেললাইনের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু- ২
গাজীপুরে দু’ট্রেনকে দু’দিক থেকে দুইলাইন দিয়ে আসতে দেখে দৌড়ে প্রাণ বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন এক যুবক।
চট্টগ্রামের মিরসরাই রেলস্টেশন থেকে কিছু দূরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. মামুন মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বজ্রপাতে মৃত্যু- ৩
নাটোরে পৃথক বজ্রপাতের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার নাটোরের বাগাতিপাড়া ও বড়াইগ্রামে ঘটনা দুটি ঘটে।
মেহেরপুরে বজ্রপাতে সুন্নত আলী (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বকুল মণ্ডলের ছেলে।
পানিতে ডুবে মৃত্যু- ৪
চাঁদপুরের ফরিদগঞ্জে মো: সালমান নামে দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার সকালে উপজেলার গেবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ে নদী থেকে পাথর তুলতে গিয়ে পানিতে ডুবে নূরুল ইসলাম নামে এক শ্রমিক মারা গেছেন। সোমবার দুপুরে উপজেলা সদরের কাজীপাড়া এলাকার চাওয়াই নদীতে এ ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলামের বাড়ি কাজীপাড়ায়।
দিনাজপুর সদরে রাতে মাছ ধরার জন্য কারেন্টের জাল বসানোর সময় পানিতে ডুবে আব্দুস সালাম নামে একজন মারা গেছেন। রবিবার মধ্যরাতে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউপির ভবাইনগর ও চুনিয়াপাড়া এলাকার মাঝে এই দূর্ঘটনাটি ঘটেছে।
কিশোরগঞ্জের হোসেনপুরে পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন দেয়াল ধসে ও অন্যজন পুকুরে ডুবে মারা যায়।
জীবিত উদ্ধার- ১
নরসিংদীতে ময়লার ড্রেন থেকে একদিন বয়সী এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার রাত সাড়ে ৯টার দিকে চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার একটি ড্রেন থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু- ২
রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোশারফ হোসেন (৪৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমাদুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে উপজেলার মহিপুুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত এমদাদুল ওই গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের ছেলে।
শ্রমিক নিহত– ১
নারায়ণগঞ্জের সদর থানার ঘুগনগর এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে রুবেল (৩২) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সাপের কামড়ে মৃত্যু- ২
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার চন্দ্রবাস নূরানিয়া হাফিজিয়া কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। সোমবার (০১ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
করোনাভাইরাসে মৃত্যু- ১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৯২ জনে।