মানসিক হতাশা থেকেই সাংবাদিক সোহানা পারভীন তুলি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। তার আত্মহত্যার পেছনে কারও প্ররোচনা রয়েছে কিনা-সে বিষয়টি তদন্ত করতে তুলির দুই ঘনিষ্ঠ বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তুলির কোন দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের নাম জানাতে পুলিশ অপরাগতা প্রকাশ করেছে। বিস্তারিত
ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা সহকারী আবদুল বারীকে হত্যার কোনো আলামত মেলেনি। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা করছে পুলিশ। শনিবার বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান ডিবির উপ-কমিশনার মশিউর রহমান। এসময় ডিবি জানায়, সিসিটিভি ফুটেজ ও ফোন-কল যাচাই-বাছাই এবং ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার আলামত পাওয়া যায়নি। তবে, ঢাকা মেডিকেলের ময়নাতদন্ত ও সিআইডির ফরেনসিক রিপোর্ট আসলে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে। বিস্তারিত
দেশ ও জাতির সমস্যা ও সমাধানকল্পে যুগে যুগে যারা জীবন উৎসর্গ করে আসছেন; তাদের মধ্যে সাংবাদিকদের অবদান উল্লেখযোগ্য। চিন্তা চেতনায় জাতীয় কল্যাণ আর অনুসন্ধানী দৃষ্টিসম্পন্ন সাংবাদিকরা কোনো সংকটকালে ভীতু হতে পারেনি এবং পারবেওনা। দিশেহারা জাতিকে পথ প্রদর্শনের প্রাণান্ত প্রচেষ্টারতদের তালিকার শীর্ষে থাকেন সাংবাদিকরা।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আর মানবসৃষ্ট সমস্যা সমাধানে সাংবাদিকদের সাহসের প্রশংসা পুস্তকেই নয়; বাস্তবে প্রতীয়মান। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের মরণাস্ত্রের তোয়াক্কা না করে বীরদর্পে সামনে এগিয়ে যায় যে কলম সৈনিক; পেশাদার সেসকল সাংবাদিকদের কেউ আত্মহত্যা করাতো দূরের কথা আত্মহননের কল্পনাও করার ফুরসত তাদের থাকেনা। মুক্তির পথে জাতিকে চলতে সহায়তাদানকারি সাংবাদিক কখনো আত্মভুলের খেসারতের খতিয়ান কোনো পত্রিকায় আসুক; তা কখনো চাইতে পারেনা বলে মন্তব্য করেন সংগ্রহ বার্তার সম্পাদক ও এনএনসির প্রেসিডেন্ট মাসুম বিল্লাহ