করোনার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। মহামারির জেরে দেখা দেয় খাদ্যের সংকট। এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলার পর সেই সংকট তীব্র হয়েছে। কারণ, ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানিতে রুশ বাহিনী বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে আগামী দুই বছরে বিশ্বজুড়ে ক্ষুধা পরিস্থিতি প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বেসলি। ফলে বিশ্বে নজিরবিহীন রাজনৈতিক চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তিনি। খবর গার্ডিয়ানের -প্রথম আলো ডেস্ক