দেশে সংবাদের একটি জাদুঘর প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ন্যাশনাল নিউজ কালেকশন ফাউন্ডেশনের যাত্রা শুরু ২০০৯ সালে। প্রস্তাবিত সংবাদ জাদুঘরে কেবল দেশের সকল সংবাদ মাধ্যমের ইতিহাস-ঐতিহ্যই সংরক্ষিত হবেনা; বরং দৈনন্দিন জেলাভিত্তিক জাতীয় ক্রমোন্নতির সংবাদচিত্র সকলের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
গত ১৪ এপ্রিল ২০২২ থেকে songrahabarta.com নামের নিউজ সাইটে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সংগ্রহ করে বিষয়ভিত্তিক সাজিয়ে সংবাদচিত্রে বাংলাদেশ প্রকাশ করে আসছিল ন্যাশনাল নিউজ কালেকশন ফাউন্ডেশন। যদিও অপ্রত্যাশিত সংবাদগুলো একসঙ্গে দেখতে খারাপ লাগার কথা জানিয়েছেন অনেকেই। নেতিবাচক ঘটনা কমিয়ে আনতে অপ্রত্যাশিত সংবাদ পড়ার বিকল্প নাই বলে মনে করেন সংগ্রহ বার্তার সম্পাদক মাসুম বিল্লাহ।
গত ২ দিন ধরে সংগ্রহ বার্তায় সংবাদচিত্রে বাংলাদেশ প্রকাশিত হয়নি। আর কখনো প্রকাশ করা হবে কিনা? এ প্রশ্নের জবাবে জানানো হয়েছে ইনবক্সে পাঠকের কমেন্টের ওপর নির্ভর করছে সংবাদচিত্রে বাংলাদেশ প্রকাশের সিদ্ধান্ত। অতএব, songrahabarta.com ওয়েব সাইটটি ভিজিট করে আপনার সুচিন্তিত অভিমত দানের জন্য অনুরোধ করা হলো।