এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে উপদেষ্টাদের তালবাহনাই প্রমান করে সরকার এদেশে ইস*লামপ*ন্থী রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে স্বার্থ হাসিল করবে,কিন্তু তাদের অধিকার প্রতিষ্ঠা হতে দিবেনা।এভাবেই ধোকা খাচ্ছে ভালো মানুষগুলো। লী*গের আমলে যে বিচার করা হয়েছে তা সবই ছিলো অন্যায় ও জু*লুম। ১ ঘন্টার নোটিশে যে লোকেরা সকল রায় বাতিল করে দেশপ্রেমিক নাগরিকদের পক্ষে থাকতে পারেনি, তাদেরকে উপদেষ্টা পরিষদে থাকার কি অধিকারই বা আছে? উপদেষ্টাদের কাছে জানতে চাই, আপনি কি বিশ্বাস করেন যে,হাসিনা যে ভাবে ২০১৩ সনে জামায়াতে নেতাদেরকে যু*দ্ধাপরা*ধী হিসেবে সাজিয়েছে তা কি সঠিক? আপনি কি জানেন না যে এটা সম্পূর্ণ অন্যায়ভাবে হাসিনার খা*য়েশ পুরনে দেশপ্রেমিকদেরকে হ*ত্যার একটি প্রহসনের বিচার! আমি অবাক হই এই ভেবে যে এতো সুফি সাধকগন উপদেষ্টা পরিষদে আসলো কোথা থেকে? হাসিনার বিচারকে অবৈধ ঘোষণা করতে ৯ মাস কেন লাগবে? ড. ইউনুস সাহেব, ড. আ*সিফ নজ*রুল সাহেবরা যেই আইনে উপদেষ্টা, সেই একই আইনে মুক্তি কেন পেলোনা সকল মজলুম রাজবন্দী মানুষগুলো? সরকার কি শুধু অন্যদেরকে ব্যবহার করে যাবে কিন্তু মজ*লুমদের সাথে থাকবেনা? যদি নাই থাকে তাহলে তাদের কোন অধিকার নেই এই সরকারে থাকার! কথা ক্লিয়ার! একদম ক্লিয়ার!
✍️ড. ফয়জুল হক
