সারাদেশের ন্যায় ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা সহ সর্বস্তরের মানুষ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।