বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। ঘটনার দু’দিন পর তাঁর ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব দাবি করেছিল, তিনিই মাকে হত্যা করেছেন। এবার পুলিশ বলছে, সাদ নয়, সালমাকে হত্যা করেছেন তাদের বাসার ভাড়াটিয়া এক নারীসহ তিনজন।
বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তার তিনজন হলেন– সালমাদের বাসার দ্বিতীয় তলার ভাড়াটিয়া মাবিয়া আক্তার। তিনি দুপচাঁচিয়ার উত্তর সাজাপুর এলাকার আইয়ুব আলীর স্ত্রী। অন্য দু’জন হলেন দুপচাঁচিয়ার তালুশ পশ্চিমপাড়ার সুমন চন্দ্র সরকার এবং গুনাহার এলাকার মোসলেম উদ্দিন। সালমাকে হত্যার ঘটনায় তাঁর বড় ছেলে নাজমুস সাকিবের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলে পুলিশ। হত্যার দায় স্বীকার করে মোসলেম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। তবে এদিন শুনানি হয়নি। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।